, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

তুরস্কের পর মালেশিয়ায়ও জামায়াতে নামাজের পুরস্কার সাইকেল পাচ্ছে কিশোররা”

প্রকাশ: ২০১৯-০৫-১২ ১২:৪৩:৪৯ || আপডেট: ২০১৯-০৫-১২ ১২:৪৩:৪৯

Spread the love

তুরস্কের পর মালেশিয়ায়ও জামায়াতে নামাজের পুরস্কার সাইকেল দেওয়ার ঘোষণা দিল মসজিদের ইমাম।

মালয়েশিযার কেলান্টান পান্তাই ইরামায় অবস্থিত মাহমুদী মসজিদের সিনিয়র ইমামের দায়িত্ব পালন করেন বাহরিন ইউসুফ।

সম্প্রতি মসজিদে শিশুরা নিয়মিত নামাজ পড়লে সাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

নিউ স্ট্রাইট টাইমস রিপোর্ট এর বরাত দিয়ে ইসলামভিত্তিক অনলাইন ম্যাগাজিন এবাউট ইসলাম এ খবর দিয়েছে।

সুত্রে প্রকাশ, মাহমুদী মসজিদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়ানরা।

ইমাম ও কিশোরদের ছবি মালেশিয়া ছেড়ে পুরো বিশ্ব জুড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Logo-orginal