, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

দুধ ‘চুরি’ করা সেই বাবার পাশে দাঁড়ানোর ঘোষণা দিল স্বপ্ন সুপার শপ

প্রকাশ: ২০১৯-০৫-১২ ০১:২০:২৬ || আপডেট: ২০১৯-০৫-১২ ০১:২০:২৬

Spread the love

সন্তানের ক্ষুধার যন্ত্রণা মেটাতে দুধ ‘চুরি’ করা সেই বাবার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে স্বপ্ন সুপার শপ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলামের আবেগঘন স্ট্যাটাসটি নজরে আসার পর ওই বাবাকে চাকরি দেয়ার ব্যবস্থা করছে স্বপ্ন।

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির ওই বাবা ও তার সন্তানের দায়িত্ব নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

স্বপ্ন’র হেড অফ মার্কেটিং তানিম করিম পরিবর্তন ডটকমকে বলেন, ‘ঘটনাটি হৃদয়বিদারক। তাই সেই বাবাকে আমাদের কোম্পানি চাকরি দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমাদের প্রশাসন যাবতীয় নিয়ম মেনে তাকে চাকরি দেয়ার জন্য সব পদক্ষেপ গ্রহণ করবে।’

তিনি বলেন, ‘আগামীকাল রোববার স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির ওই বাবার ইন্টারভিউ নিবেন। যোগ্য হলে তাকে ওইদিনই যোগদান করাবেন।’

তানিম করিম আরও বলেন, ‘আপতত আগামী এক মাস চলার জন্য যা যা বাজার প্রয়োজন, তা আমরা বিনামূল্যে তার হাতে তুলে দেব। পরবর্তীতে তার উপযোগী যে চাকরি  আমাদের কোম্পানিতে রয়েছে, সেখানেই আমরা তাকে নিয়োগ দেব। যে পুলিশ কর্মকর্তা এই ঘটনার সাক্ষী ছিলেন, আমরা তার কাছ থেকে ওই ব্যক্তির নাম্বার নিয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’

উল্লেখ্য, শনিবার রাতে নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে হৃদয়বিদারক একটি ঘটনার বর্ণনা দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম।

শনিবার রাতে খিলগাঁওয়ে চেকপোস্টে তদারকি করার সময় হঠাৎ এক জায়গায় মানুষের হট্টগোল দেখতে পান তিনি। পরে তিনি জানতে পারেন, চুরি করায় একজনকে হাতেনাতে ধরা হয়েছে। তিন মাস ধরে তার চাকরি না থাকায় বাচ্চার জন্য দুধ কেনার টাকা জোগাতে না পেরে স্বপ্ন সুপার শপের একটি শোরুম থেকে তিনি দুধ চুরি করেছেন।

তখন পুলিশ কর্মকর্তা জাহিদ ওই ব্যক্তিকে মারমুখো জনতার হাত থেকে রক্ষা করেন এবং সবকিছু শুনে চুরি করা দুধের দাম পরিশোধ করে দেন। সুত্রঃ পরিবর্তন ডটকম।

Logo-orginal