, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

নোংরা পরিবেশে খাদ্য তৈরি, ফুলকলিকে ৭ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ২০১৯-০৫-১২ ১৬:৩৫:০৩ || আপডেট: ২০১৯-০৫-১২ ১৬:৩৫:০৩

Spread the love

চট্টগ্রাম: নগরীতে ভেজাল বিরোধী অভিযানে ৭ লাখ টাকা জরিমানা গুনল চট্টগ্রামে আরেকটি ব্রান্ড খাদ্য প্রতিষ্ঠান ফুলকলি ।

আজ রোববার (১২ মে) ফুলকলির রাহাত্তারপুল এলাকার কারখানায় সকাল থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্বে দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান।

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং সংরক্ষণের দায়ে ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমানা করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

ওই কারখানায় খাদ্য তৈরি হচ্ছিল নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। পণ্য তৈরির কাঁচামালের ওপর মরা মাছি ও পোকা দেখতে পান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে ফুলকলি কর্তৃপক্ষকে ৭ লাখ টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়।

Logo-orginal