, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

বিচারপতি সালমার বিরুদ্ধে টাকা খেয়ে রায় পাল্টে দেয়ার অভিযোগ

প্রকাশ: ২০১৯-০৫-১৬ ১৩:২৩:০৩ || আপডেট: ২০১৯-০৫-১৬ ১৩:২৩:০৩

Spread the love

ঢাকা: রায় পাল্টে দেয়ার অভিযোগে উঠেছে হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদের বিরুদ্ধে।

ন্যাশনাল ব্যাংকের ঋণ সংক্রান্ত এক রিট মামলায় অবৈধভাবে ডিক্রি জারির মাধ্যমে তিনি রায় পাল্টে দেন বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এরপর আদালত ঋণ সংক্রান্ত এই মামলার হাইকোর্ট ও বিচারিক আদালতের সব রায় বাতিল ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ অভিযোগ তোলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অভিযোগ শুনে আপিল বিভাগ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘কত টাকার বিনিময়ে এই রায় হয়েছে? আমাদের তা জানান। এমন আদেশ হাইকোর্ট দিতে পারেন না। এটা নজিরবিহীন।’

পরে অ্যাটর্নি জেনারেলম মাহবুবে আলম, জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ফিদা এম কামাল ও রোকন উদ্দিন মাহমুদ সহ বেশ কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতিকে বিচারপতি সালমা মাসুদের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করার পরামর্শ দেন।

Logo-orginal