, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

বিমান উড্ডয়নে দেরি করায় মন্ত্রীর পদত্যাগ

প্রকাশ: ২০১৯-০৫-২৭ ০১:২১:২৫ || আপডেট: ২০১৯-০৫-২৭ ০১:২১:২৫

Spread the love

মেক্সিকোঃ দেশটির একটি বিমান দেরিতে উড্ডয়ন করানোয় পদত্যাগ করতে যাচ্ছেন মেক্সিকোর পরিবেশ ও প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী জোসেফা গঞ্জালেজ-ব্লানকো।

এরমধ্যে পদত্যাগ করতে চেয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদারকে চিঠিও দিয়েছেন তিনি।

পদত্যাগের চিঠি দিয়ে টুইটারে তিনি জানান, একটি বিমান তাঁর কারণে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে বিলম্ব করেছে। তাই তিনি পদত্যাগ করছেন। তিনি কোনো আত্মপক্ষ সমর্থন করবেন না। মেক্সিকোকে সত্যিকার অর্থে বদলে দিতে গেলে সাম্য ও ন্যায়বিচারের সমন্বয়ের কোনো বিকল্প নেই। কারো বিশেষ কোনো সুবিধা পাওয়া উচিৎ নয়, সেটা যদি কোনো কাজের জন্যও হয়, তবু বেশিরভাগ মানুষকে অসুবিধায় ফেলে বিশেষ কারো বিশেষ কোনো সুবিধা পাওয়া উচিৎ নয়।

গত বছরের ডিসেম্বরে দায়িত্ব নেয়ার পর লোপেজ ওব্রাদার ঘোষণা দেন- তার সরকারে কেউ বিশেষ কোনো সুবিধা পাবেন না, কেউ দুর্নীতি করতে পারবেন না। মেক্সিকোর প্রেসিডেন্ট নিজেও তার সঙ্গে কোনো দেহরক্ষী রাখেন না এবং কোথাও ভ্রমণে তিনি বাণিজ্যিক বিমান ব্যবহার করেন। #সংগৃহীত।

Logo-orginal