, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান আল্লাহর নামে ওয়াকফ

প্রকাশ: ২০১৯-০৫-০৭ ২০:৪১:২৩ || আপডেট: ২০১৯-০৫-০৭ ২০:৪২:২৪

Spread the love

রমজান ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগানটি সৌদি আরবে।

দেশটির রাজধানী রিয়াদ থেকে ২৬০ কিলোমিটার দুরে আল-কাসীম শহরে অবস্থিত সে খেজুর বাগান ।

প্রায় দুই লক্ষ গাছ আছে বাগানটিতে। চল্লিশ প্রকারের খেজুর উৎপাদিত হয় এখানে। আশ্চর্যের ব্যাপার হলো, এই বাগানের পুরো উৎপাদনই আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেয়া হয়েছে।

মাহে রামাদানে মক্কা ও মদীনায় ইফতারির সমস্ত খেজুর এই বাগান থেকেই সরবরাহ করা হয।

বিশ্বের সবচেয়ে বড় ‘ওয়াকফ সম্পত্তি’ হিসেবেও এই বাগানকে বিবেচনা করা হয়।

সৌদীর ঐতিহ্যববাহী রাজেহী বংশের সন্তান সালেহ বিন আবদুল আযীয আল রাজেহী এই খেজুর বাগানের মালিক ।

বাগানের নামও ‘রাজেহী বাগান’। আল্লাহর বান্দা আবদুল আজীজের এমন দানের কথা পুরো আরববাসীর মুখে মুখে।

এতবড় কলিজার মানুষের কলিজা আল্লাহ আরো বড় করে দিন। আমিন। আছে!

Logo-orginal