, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

admin admin

মক্কায় বাদশাহ,র শীর্ষ বৈঠকে আমন্ত্রণ পায়নি কাতার

প্রকাশ: ২০১৯-০৫-২০ ১৯:৪৭:৪০ || আপডেট: ২০১৯-০৫-২০ ১৯:৪৯:৫২

Spread the love

সৌদি আরবে অনুষ্ঠেয় জরুরি বৈঠকে কাতারকে আমন্ত্রণ জানানো হয় নি। আজ (সোমবার) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ কথা বলেছেন। তিনি বলেছেন, মক্কায় ৩০ মে অনুষ্ঠেয় দুই শীর্ষ বৈঠকে অংশগ্রহণের জন্য কাতারের কাছে কোনো আমন্ত্রণপত্র পাঠানো হয় নি।

গতকাল সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি এবং আরব লীগের জরুরি বৈঠক ডেকেছেন। সৌদি আরব ও আরব আমিরাতের তেল ট্যাঙ্কারে নাশকতা এবং সৌদি আরবের তেল পাম্পে ড্রোন হামলার পর রাজা সালমান শীর্ষ বৈঠকের ডাক দিলেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি আরব আমিরাতের উপকূলে বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে নাশকতা এবং সৌদি আরবের তেলের পাইপ লাইনের পাম্পিং স্টেশনে ড্রোন হামলা হয়েছে। এ বিষয়ে রাজা সালমান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ধরণের হামলার পরিণতির বিষয়ে দুই শীর্ষ বৈঠকে আলোচনা করা হবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

পাম্পিং স্টেশনে ড্রোন হামলার কথা ইয়েমেনের সেনাবাহিনী প্রকাশ্যে ঘোষণা করলেও তেল ট্যাঙ্কারে নাশকতার সঙ্গে কারা জড়িত তা স্পষ্ট নয়। # পার্সটুডে ।

Logo-orginal