, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

মিশরের কারাগার থেকে ৫০০ ইখওয়ান কর্মীর মুক্তি লাভ

প্রকাশ: ২০১৯-০৫-১৮ ২০:০৯:২৬ || আপডেট: ২০১৯-০৫-১৮ ২০:০৯:২৬

Spread the love

মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ড.মুসরিকে ক্ষমতা চুচ্ছ করে ক্ষমতা দখল করে নেয় সেনাপ্রধান আল সিইসি,এর পর দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ, উত্তাল হয়ে যায় মিশরের রাজধানী কায়রো,

ক্ষমতাকে ধরে রাখতে সেনাপ্রধনের নির্দেশে নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার মুসলিম ব্রাদারহুড কর্মীকে হত্যা করে স্বৈরশাসক সিইসি,

গ্রেপ্তার করা হয় হাজার হাজার নেতাকর্মী, ফাঁসি দিয়ে হত্যা করা হয় ব্রাদারহুডের অসংখ্য শীর্ষ নেত্রীবৃন্ধের, আজ কয়েক বছর পর পবিত্র মাহে রজমান উপলক্ষে আজ মিশরের কারাগার থেকে ৫০০ এর অধিক কারাবন্দীকে মুক্তি দেয় দেশটির সরকার,মুক্তি পেয়ে এই ভাবেই প্রভুর দরবারে শুকরিয়া জানাতে মাটিতে সিজদায় লুটিয়ে পড়ে। # সংগৃহীত।

Logo-orginal