, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েত থেকে ২০ লাখ বিদেশীকে ছাটাই করার আহ্বান এমপি সাফা হাশেমের

প্রকাশ: ২০১৯-০৬-১১ ১৭:৩৭:৪৮ || আপডেট: ২০১৯-০৬-১২ ১২:০৪:০২

Spread the love

কুয়েত: সাংসদ সাফা আল-হাশেম কুয়েত থেকে ২০ লাখ বিদেশী শ্রমিককে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ।

কুয়েতি নাগরিকের তুলনায় বিদেশী শ্রমিক বেশী হওয়ায় আগামী পাঁচ বছরে কুয়েত থেকে ২০ লাখ প্রবাসিকে বহিষ্কৃত করার আহ্বান জানিয়েছেন মহিলা সাংসাদ সাফা ।

সোমবার (১০ জুন) কুয়েত টাইমসে প্রকাশিত সংবাদে এই বিষয়ে নিশ্চিত করা হয় ।

কুয়েতে মোট ৪.৭ মিলিয়ন জন্সংখ্যার মধ্যে ১.৪ মিলিয়ন কুয়েতির বিপরীতে ৩.৩ মিলিয়ন বিদেশী নাগরিকের কাঠামোতে ভারসাম্য আনা জরুরী বলে দাবী করেন এমপি সাফা হাশেম ।

এক বিবৃতিতে তিনি বলেন,বিদেশী নাগরিকের চাপে কুয়েতিরা একটি সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হবে তা অযৌক্তিক।

গত কয়েক বছর ধরে প্রবাসীদের বিরুদ্ধে প্রচন্ডভাবে প্রচারাভিযান চালানো আইন প্রণেতারা ৫০ শতাংশেরও বেশি বিদেশীকে কুয়েত থেকে বহিস্কারের আহবান জানিয়েছেন।

কুয়েতের জাতীয় সংসদের আর্থিক ও অর্থনৈতিক বিষয়ক কমিটির সদস্য সাফা হাশেম বলেন, সংসদে একটি খসড়া আইন প্রণয়ন করা হয়েছে যা বিদেশীদের দ্বারা প্রেরিত সকল রেমিটেন্সে পাঁচ শতাংশ কর ধার্য করার প্রস্তাব করা হয়েছে ।

গত পাঁচ বছরে বিদেশীরা কেডি ২০ বিলিয়ন তাদের স্বদেশে প্রেরণ করেছে ।

তিনি বলেন, বিলটি অবশ্যই অনুমোদিত হতে হবে, যা জাতীয় অর্থনীতিতে নেতিবাচকভাবে প্রভাব রাখিবে ।

Logo-orginal