, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতের শেখ জাবের ব্রীজে ট্রাক পারাপারে টোল আদায় জুলাই মাসে

প্রকাশ: ২০১৯-০৬-১৩ ১১:৫৮:৩৯ || আপডেট: ২০১৯-০৬-১৩ ১২:০০:১৭

Spread the love

ফাইল ছবি, আরটিএম।
কুয়েত সিটিঃ জুলাই থেকে শেখ জাবের ক্রসওয়ে ব্রীজ পারাপারে ভারী যানবাহনকে টোল আদায় করতে হবে।

বুধবার (১২ জুন) কুয়েতের জনকল্যাণ মন্ত্রী জিনান রমাদান এই ঘোষণা দেন।

বিশ্বের অন্যতম এই ব্রীজ ব্যবহার করে প্রতি ট্রাক বা ভারী যানবাহনকে প্রতি টনে টোল দিতে হবে ১ দিনার।

মন্ত্রীর বরাত দিয়ে আরবী দৈনিক কাবাস সুত্রে প্রকাশ, দৃষ্টি নন্দন এই ব্রীজের নিরাপত্তা ও অযোচিত ব্যবহার রোধে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে কতৃপক্ষ।

ট্রাক চালকরা টোল দিতে না চাইলে, ৮০ নং রোড হয়ে ৮০১ নং সুব্বাইয়া রোড ব্যবহার করে উত্তর অঞ্চলে পৌঁছাতে পারে বলে জানান মন্ত্রী জিনান রমাদান।

উল্লেখ্য, কুয়েতের সাবেক আমির মরহুম শেখ জাবের আল সাবাহর স্বপ্নের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১০ মিলিয়ন কুয়েতি দিনার।

সেতুটি বিশ্বের ৪র্থ দীর্ঘতম সেতু।

Logo-orginal