, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

কুয়েতে একামা পরিবর্তনের সময় পেশা বদল করলে পরীক্ষার সম্মূখীন হতে হবে

প্রকাশ: ২০১৯-০৬-২৬ ১০:৪৩:৪২ || আপডেট: ২০১৯-০৬-২৬ ১০:৪৩:৪২

Spread the love

কুয়েতে একামা পরিবর্তনের সময় পেশা বদল করলে প্রবাসীদের পরীক্ষার সম্মূখীন হতে হবে।

মঙ্গলবার (২৫ জুন) দৈনিক আল কাবাসের বরাত দিয়ে আরব টাইমসে প্রকাশিত সংবাদে সত্যতা নিশ্চিত করা হয়েছে।

দেশটির জনশক্তি মন্ত্রণালয় (প্যাম) জানিয়েছে, শ্রম ভিসা ও মানবপাচার রোধে ২০ টির বেশী পেশা পরিবর্তন করতে চাইলে পরীক্ষা দিতে হবে প্রবাসীদের।

২০২০ সালের শুরুতে আইনটি কার্যকর করা হবে বলে জানিয়েছে কতৃপক্ষ।

অর্থনৈতিক বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল-আকিল সাংবাদিকদের বলেন, শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় ইতিমধ্যে ভিসার পেশা পরিবর্তন নিয়ন্ত্রণ করার জন্য কাজ শুরু করেছে।

তিনি বলেন আমরা ভিসা বাণিজ্য বন্ধে আরো কঠোর হব।

তিনি ব্যাখ্যা করেন যে বিদেশী কর্মীরা যদি এক পেশা থেকে অন্য পেশাতে পরিবর্তন করতে চায় তবে PAM ২০ টি পেশার জন্য বাধ্যতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।

মন্ত্রী আল-আকিল যোগ করেন, গাড়ি মেকানিক, ইলেকট্রিনিক্স, নিরাপত্তা ও নিরাপত্তা সুপারভাইজার, স্যানিটারি শ্রমিক, প্রযুক্তিগত জরিপকারী, অ্যালুমিনিয়াম প্রযুক্তিবিদ, ঢালাই মেস্ত্রি, হিসাবরক্ষক, ল্যাবরেটরিয়ান, সুপারভাইজার ইত্যাদি।

নির্ভরযোগ্য উৎস থেকে জানাযায়, কুয়েতের প্রতিটি ভিসা আবেদনকারীর জাতীয়তার উপর নির্ভর করে কেডি ১৫০০ থেকে ২০০০ এর চেয়েও বেশি বিক্রি হয়।

Logo-orginal