, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কুয়েতে সিভিল আইডির যে কোন সংশোধন করতে হবে অনলাইনে

প্রকাশ: ২০১৯-০৬-২৩ ১৯:৫১:০৩ || আপডেট: ২০১৯-০৬-২৩ ১৯:৫১:০৩

Spread the love

কুয়েত সিটিঃ কুয়েতে সিভিল আইডির যে কোন সংশোধন করতে হবে অনলাইনে, সিভিল আইডি কতৃপক্ষ নাম বা পার্স্পোর্ট সংশোধন কার্যক্রম বন্ধ করে দিয়েছে ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পাবলিক অথরিটি ফর সিভিল সিভিল ইনফরমেশন (PACI) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ।

শনিবার (২২ জুন) আরবী দৈনিক আল কাবাসের বরাত দিয়ে আরব টাইমসে প্রকাশিত সংবাদে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ।

তবে কিছু বাসিন্দারা অভিযোগ করেছেন যে তাদের আইডিগুলিতে তাদের নামগুলি আরবি এবং ইংরেজিতে আগে সঠিক ছিল, কিন্তু গত ১০ মার্চের পর নতুন সিস্টেমে গুরুতর ভুল ধরা পড়তেছে এবং এইসব ভুল সংশোধন করতে হিমসিম খেতে হচ্ছে কতৃপক্ষকে ।

ঘ্নটার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে ভুক্তভুগিদের । তবে আশা করা হচ্ছে অনলাইনে সমস্যার সমাধান হবে ।

যদি আপনি বেসিক আইডি দেখার জন্য় বা কোন সংশোধন করতে চান, তাহলে ভিজিট করুন নীচের লিংকে ।
https://e-envelope.paci.gov.kw/Eservices.aspx

Logo-orginal