, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

গরমের তীব্রতা” কুয়েতের ইতিহাসে রেকর্ড

প্রকাশ: ২০১৯-০৬-১৪ ২০:১৫:০৯ || আপডেট: ২০১৯-০৬-১৪ ২০:১৫:০৯

Spread the love

কুয়েত সিটিঃ গরমের তীব্রতার রেকর্ড হচ্ছে কুয়েতের ইতিহাস, গরমের এমন প্রচন্ডতা দেখেনি দেশটির মান ।

কুয়েত বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের আবহাওয়া অধিদপ্তর বুধবার জানিয়েছে, তাদের পর্যবেক্ষণের রেকর্ড দেখায় যে গ্রীষ্মকালে দেশের বেশিরভাগ এলাকা বিগত ১২ বছরের তাপমাত্রায়কে ছাড়িয়ে গেছে ।

ডিজিসিএ ডঃ হাসান দাস্তির বরাত দিয়ে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে ২০০৬ সাল থেকে থেকে কুয়েত ও তার পার্শ্ববর্তী আরব দেশ সমূহে তাপমাত্রা বেড়ে চলছে ।

সেই বছর ৫০ ডিগ্রি সেলসিয়াস এবং তার চেয়ে বেশি পরিমাণে পর্যবেক্ষণ ও রেকর্ড করা হয়েছিল কুয়েতের ১৯ এলাকার ।

গত বছর কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মিত্রীবাহ এলাকার, ঐ এলাকায় ২৩৬ বার ৫০ ডিগ্রি সেলসিয়াস, এবং সুলাইবিয়া এলাকা্য ১৬০ বার রেকর্ড করা হয়েছিল ।

ডঃ হাসান দাস্তি বলেন, ১৯৫৫-৭৭ সালের বিপরীতে এই বছর তাপমাত্রার ফ্রিকোয়েন্সিতে বিশাল পার্থক্য এবং উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে, যার জন্য জাতিসংঘকে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডাব্লুএমও) সম্পর্কিত সংশ্লিষ্ট সংস্থাগুলিতে জলবায়ু পরিবর্তনের রিপোর্ট করবে কুয়েত সরকার ।

অন্যদিকে, দেশটিতে প্রায় ১৪,০০০ মেঘাওয়াট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে প্রতিদিন, এটি এই যাবত কালের সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারের ঘটনা বলে জানিয়েছে কুয়েত বিদ্যুৎ মন্ত্রনালয় ।

তবে দিনের বেলা খোলা জায়গায় কাজ করা নিষিদ্ধ করেছে কুয়েত ও সৌদি কতৃপক্ষ । বন্ধ রয়েছে স্কুল কলেজ ।

উল্লেখ্য, গত শনিবার কুয়েত বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার খবর ছিল বিশ্ব ও আরবদেশের লিড নিউজ ।

Logo-orginal