, শনিবার, ২৩ মার্চ ২০২৪

admin admin

বিশ্বকাপ ক্রিকেটে ১ম অশালীন আচরণ করল অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা

প্রকাশ: ২০১৯-০৬-০৯ ১৬:৫৭:১৫ || আপডেট: ২০১৯-০৬-০৯ ১৬:৫৭:১৫

Spread the love

বিশ্বকাপের মতো বড় ইভেন্টে মাঠেই অশালীন আচরণ করেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার অ্যাডাম জাম্পা। অশ্লীল আচরণ করায় জাম্পাকে সতর্ক করেছে আইসিসি।

বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ২৯তম ওভারে অ্যাডাম জাম্পার বলে বিশাল ছক্কা হাঁকান ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। ১০৩ মিটারের সেই ছক্কা গিয়ে পড়েছিল স্টেডিয়ামের বাইরে। অ্যাডাম জাম্পার দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু্ই করার ছিল না।

যদিও সেই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। তবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাঠে অশ্লীল আচরণ করে বসেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা। নিজের ভুল অস্বীকার করেন জাম্পা।

আইসিসির লেবেল ওয়ান অপরাধ করার কথা স্বীকার করেন নিজেই। তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে, যা শৃঙ্খলাজনিত রেকর্ডে যুক্ত হবে। দুই মাসের মধ্যে কোনো ক্রিকেটারের চারটি অথবা ততোধিক ডিমেরিট পয়েন্ট পেলে সেটি সাসপেনশন পয়েন্ট হিসেবে গ্রাহ্য হবে। সে ক্ষেত্রে তাকে নির্বাসনে যেতে হবে। তবে জাম্পাকে আপাতত সতর্কবার্তা দিয়েই রেহাই দেয়া হয়েছে আইসিসির তরফে। উৎসঃ যুগান্তর ।

Logo-orginal