, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

মক্কায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশের আসনে ইমরান খান” সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

প্রকাশ: ২০১৯-০৬-০২ ০১:৩৫:১৪ || আপডেট: ২০১৯-০৬-০২ ০১:৩৫:১৪

Spread the love

সৌদি আরবের মক্কায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশের আসনটি ছিল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের” ফটো সাংবাদিকরা লুপে নেয় দুই বৈরী দেশের প্রধানদের ছবি,
সে ছবি মুহুর্তেই ভাইরাল হয়ে উঠে সোশ্যাল মিডিয়ায়।

ওআইসি-এর মক্কা সম্মেলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য দেশের সদস্যবৃন্দ।

শুক্রবার (৩১ মে) অনুষ্ঠিত ১৪তম ওআইসি সম্মেলনে প্রত্যেক সদস্য রাষ্ট্রের জন্য নির্দিষ্ট চেয়ার রাখা হয়। সম্মেলনে সাজানো চেয়ারগুলোতে দেখা যায় বাংলাদেশের পাশেই রাখা হয় পাকিস্তানের চেয়ার।

পাশাপাশি দু দেশের নির্দিষ্ট চেয়ারেই বসতে দেখা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় তাদের হাসোজ্জ্যল দেখা যায়। 

দুই প্রধানমন্ত্রীর আন্তরিকতাময় ছবিটি বেশ প্রশংসা কুড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, ইতিমধ্যে লাখ লাখ শেয়ার আর মন্তব্যে ভরপুর হয়েছে ফেইচবুকে।

অন্যদিকে, ওআইসি’র ১৪তম সম্মেলনে যোগ দিতে আসা সকল দেশের সদস্যদের রাষ্ট্রীয় লালগালিচা সংবর্ধনা দেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এবারের সম্মেলনের শ্লোগান ছিলো ‘ভবিষেতের জন্য ঐক্য চাই’। এ সম্মেলনে আগত সব দেশের নেতারা ভাষণ দিয়েছেন।
#সংগৃহীত।

Logo-orginal