, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

মাসকাট টু দুবাই সড়কে বাস দুর্ঘটনায় ১৭ জন বিদেশী নাগরিক নিহত

প্রকাশ: ২০১৯-০৬-০৮ ১৪:২৬:৪৮ || আপডেট: ২০১৯-০৬-০৮ ১৪:২৬:৪৮

Spread the love

ছবি, দুবাই পুলিশ প্রকাশিত ।

মাসকাট টু দুবাই সড়কে বাস দুর্ঘটনায় ১২ জন ইন্ডিয়ান নাগরিক নিহত এবং গুরুতর আহত হয়েছে আরো ৫ জন ।

আরব আমিরাতের দুবাই পুলিশের সুত্রে সংবাদের সত্যতা নিশ্চিত করেছে এপি ।

সুত্রে প্রকাশ, বিদেশীদের বহনকারী ওমানের বাসটি শুক্রবার (৭ জুন) দুবাইয়ে একটি প্রধান সড়কে দুর্ঘটনায় পতিত হলে ১২ জন ভারতীয়সহ মোট ১৭ জন নিহত হয়েছে ।

তবে বাকি ৫ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি ।

দুবাই পুলিশের সুত্রে প্রকাশ, বিদেশী যাতরী বহনকারী বাসটি ওমানের রাজধানী মাসকাট থেকে দুবাই আসার পথে রশিদিয়া এলাকার হাইওয়েতে একটি সাইনবোর্ডের সাথে ধাক্কা খেয়ে ধুমড়ে-মুছড়ে গেল এই হতাহতের ঘটনা ঘটে ।

বাস দুর্ঘটনায় এই পর্যন্ত ১৭ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে দুবাই পুলিশ ।

এইদিকে ভারতীয় কনস্যুলার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের বাস দুর্ঘটনায় নিহত ভারতীয়দের সংখ্যা আরও বাড়তে পারে।

ওমানের সরকারি মালিকানাধীন বাস কোম্পানি মুওয়াসালাত জানান, এই দুর্ঘটনাটি মস্কাট-টু-দুবাই রুটে সংঘটিত হয়েছে, তারা বলছে, নিহতদের মধ্যে ১১ জন ভারতীয়, দুই পাকিস্তানি, একজন আইরিশ নাগরিক ও একজন ওমানীকে পৃথক পৃথকভাবে সনাক্ত করা হয়েছে।

ওমানের বাস কতৃপক্ষ বলেছে, বাসে থাকা ৩১ জন যাত্রীর মধ্যে আরো ছিলেন বাংলাদেশ জার্মানি ও ফিলিপিনসের নাগরিক। এতে আরও বলা হয়েছে, গুরুতর আহত অবস্থায় সাত যাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন।

Logo-orginal