, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

সীতাকুণ্ডে কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি রানা নিহত

প্রকাশ: ২০১৯-০৬-২৭ ১১:০০:০৯ || আপডেট: ২০১৯-০৬-২৭ ১১:০০:০৯

Spread the love

চট্টগ্রামের সীতাকুণ্ডে কথিত বন্দুকযুদ্ধে র‌্যাবের গুলিতে ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার আমিরাবাদ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসানের ভাষ্য।

নিহত মো. রানা (২০) পূর্ব আমিরাবাদের নুরুল ইসলামের ছেলে। আচার খাওয়ানোর কথা বলে প্রতিবেশী এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গত ৩ ফেব্রুয়ারি রানার বিরুদ্ধে মামলা হয়। এর পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‌্যাব কর্মকর্তা মেহেদী হাসান বলেন, রানার অবস্থানের খবর পেয়ে ভোরে আমিরাবাদ এলাকায় অভিযানে যায় তাদের একটি দল।

“র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রানা ও তার সহযোগীরা গুলি ছুড়তে শুরু করে। র‌্যাবও তখন পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামলে সেখানে রানাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

গুলিবিদ্ধ রানাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মেজর মেহেদী হাসান।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

এক সন্দেহভাজন র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

র‍্যাব-৭ এর সহকারী পররিচালক এএসপি মাশকুর রহমান বলেন, আচার খেতে ডেকে নিয়ে সপ্তম শ্রেনির এক ছাত্রীকে ধর্ষণকারী রানার (২০) সাথে র‍্যাবের টহল দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে রানার গুলিবিদ্ধ লাশ, একটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জানা গেছে, আচার খেতে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছিল আসামি রানা। সুত্রঃ সিটিজি নিউজ ।

Logo-orginal