, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

Avatar Maftun

অক্সিজেন মোড়ের জলাবদ্ধতা! দুর্ভোগে উত্তর চট্টগ্রামের হাজারো মানুষ

প্রকাশ: ২০১৯-০৬-১৬ ১৯:৪২:৪৫ || আপডেট: ২০১৯-০৬-১৬ ১৯:৪২:৪৫

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে তৈরি হয়েছে এক রকমের জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই এখানে জমে যাচ্ছে কোমর সমান পানি। যার কারণে চরম দুর্ভোগে পড়েছে দুই পাবর্ত্য জেলাসহ উত্তর চট্টলাগামী হাজার হাজার জনগণ। তবে এই জলাবদ্ধতা নিরসনে নেই দৃশ্যমান নেই কোন পদক্ষেপ।

এর আগেও বৃষ্টিতে যে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল তা নিস্কাশন করতে সময় গিয়েছিল ১০ দিনেরও বেশি। রমজানেও রোজা রেখে কষ্ট পেয়েছিল এ এলাকার মানুষ।

জানা যায়, শনিবার (১৫ জুন) দুপুরে এক ঘন্টার বৃষ্টিতে অক্সিজেন মোড়ে এ নাজুক অবস্থার সৃষ্টি হয়। অতিরিক্ত জলাবদ্ধতার কারণে গাড়ি চলাচল ব্যাহত হয়। জলসবদ্ধতা থেকে সৃষ্টি হওয়া খানাখন্দে পড়ে দুর্ঘটনারও শিকার হয় অনেকেই।

আবার মোড়ের বাসস্ট্যান্ডটিতে দীর্ঘক্ষণ দাঁড়াতে পারেনি কোন বাস। এটি রাঙামাটি, খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়া যাতায়াতের প্রধান সড়ক হওয়ায় এ অঞ্চলের যাত্রীরা এতে চরম দুর্ভোগে পড়েন।

এদিকে এমন পরিস্থিতে বেশি ভাড়া আদায় করায় বিপাকে পড়ে শিক্ষার্থী ও পেশাজীবীরা।

উল্লেখ্য,  এই জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের দ্রূত হস্তক্ষেপ কামনা করেন বিপাকে পড়া জনসাধারণ।

Logo-orginal