, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

অস্ত্র বিরতি নয়” ফায়সালা ময়দানে” হুশিয়ারি তালেবানের

প্রকাশ: ২০১৯-০৬-০২ ১৪:৪৫:১১ || আপডেট: ২০১৯-০৬-০২ ১৪:৪৫:১১

Spread the love

শিগগিরই অস্ত্রবিরতি চুক্তিতে যাচ্ছে না আফগান তালেবান। তালেবান নেতা আখুন্দজাদা শনিবার এমন আভাসই দিয়েছেন।

তিনি বলেন, ”উত্তপ্ত রণাঙ্গনে কারো উচিত হবে না আমাদের কাছে শীতল পানি চাওয়ার।”

তবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার দরজা খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি।

কাতারে গতমাসে আমেরিকার সাথে তালেবানের ষষ্ঠ দফা আলোচনা শেষ হয়। এরপর তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার কাছ থেকে ব্যতিক্রমী এ বার্তা আসে।

কাতারে উভয়পক্ষে আলোচনা চললেও আফগানিস্তান জুড়ে যুদ্ধ অব্যাহতভাবে চলছে। এছাড়া আালোচনায় অগ্রগতিও হয়েছে খুব সামান্য।

আসন্ন ঈদের আগে দেয়া বার্তায় তিনি বলেন, আলাপ আলোচনার দরোজা উন্মুক্তই রাখা হয়েছে। এ মুহূর্তে তালেবানের আলোচক দল মার্কিন দলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি রমজানের শুরুতেই দেশজুড়ে অস্ত্রবিরতির প্রস্তাব করেছিলেন। কিন্তু তালেবান তা প্রত্যাখ্যান করে।

গত বছর ঈদ উপলক্ষ্যে তালেবান তিনদিনের অস্ত্রবিরতি পালন করেছিল। #সুত্রঃ ইনসাফ ডটকম।

Logo-orginal