, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

আমেরিকাকে ফের হুশিশারী ইরানের

প্রকাশ: ২০১৯-০৬-০৩ ১২:০৫:০৩ || আপডেট: ২০১৯-০৬-০৩ ১২:০৫:০৩

Spread the love

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, পারস্য উপসাগরে মোতায়েন প্রতিটি মার্কিন নৌযান ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। তিনি আজ (রোববার) বার্তা সংস্থা ফার্স-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাফাভি বলেন, আমেরিকা ভালো করেই জানে ইরানের ভূমি থেকে সাগরে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো তাদের প্রতিটি জাহাজকেই লক্ষ্যবস্তুতে পরিণত করার সক্ষমতা রাখে। খবর পার্স টুডের।

তিনি বলেন, পারস্য উপসাগরে একটি গুলির ঘটনাই তেলের বাজারকে অস্থিতিশীল করে দেবে। প্রথম ঘটনার পরই তেলের দাম বেড়ে ১০০ ডলারে দাঁড়াবে। তেলের দাম ১০০ ডলারে গেলে আমেরিকা, ইউরোপ এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো মার্কিন মিত্রদের জন্য তা সহ্য করতে পারবে না।

ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা বলেন, আমেরিকা, ইসরায়েল ও তাদের আরব মিত্ররা ক্রমেই দুর্বল হচ্ছে।

যেসব শাসক আমেরিকাকে তার ভৃত্যের মতো পরিষেবা দিচ্ছে তাদেরকে সতর্ক করে তিনি বলেন, আমেরিকা কখনোই তার ভৃত্যদের রক্ষা করে নি। তিনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চায়। ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অনাক্রমণ চুক্তি সই করতেও প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

Logo-orginal