, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar Maftun

উত্তর রাঙ্গুনিয়া আঞ্চলিক মানবাধিকার ছাত্র পরিষদের কমিটি ঘোষণা

প্রকাশ: ২০১৯-০৬-২৯ ১৩:০৯:৩৪ || আপডেট: ২০১৯-০৬-২৯ ১৩:০৯:৩৪

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা উত্তর রাঙ্গুনিয়ার সাতটি ইউনিয়নের (লালানগর,১৪নং রাজানগর,ইসলামপুর,পারুয়া,১নং রাজানগর,হোসনাবাদ,স্বনির্ভর রাঙ্গুনিয়া) সমন্বয়ে ১০১জন বিশিষ্ট কমিটি ঘোষণা করে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, ছাত্র পরিষদের সমন্বয়ক কমিটি, রাংগুনিয়া উপজেলা বিভিন্ন ইউনিয়নের মানবাধিকার নেতৃবৃন্দ সহ প্রমুখ।

কমিটির সভাপতি নির্বাচিত হয় ইসমাঈল হোসেন(লালনগর), সেক্রেটারি জয়নাল আবেদীন(লালনরগ), সিনিয়র সহ সভাপতি আরাফাত হোসেন(লালানগর), সহ সভাপতি হাফেজ ইস্কান্দর( স্বনির্ভর রাঙ্গুনিয়া), তৌহিদুল ইসলাম(লালানগর), সোলাইমান(লালনগর) ফারুক আহম্মেদ(১নং রাজানগর),ওমর ফারুক (লালনগর),নাহিদ ইমরান(হোসনাবাদ),জুনাইদ হোসেন(লালনগর), যুগ্ম সম্পাদক আবদুর রহিম(হোসনাবাদ),সহ যুগ্ম সম্পাদক আজিজুল হক(ইসলামপুর), জিয়া উদ্দিন বাবলু(লালানগর), সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন(১নং রাজানগর), সহ যুগ্ম সম্পাদক নেজাম উদ্দিন(১৪নং রাজানগর), ফয়সাল উদ্দিন(লালানগর), অর্থ সম্পাদক কামাল উদ্দিন(স্বনির্ভর রাঙ্গুনিয়া), সহ অর্থ সম্পাদক আবু তৈয়ব (ইসলামপুর), প্রচার সম্পাদক মাইকেল দাশ( পারুয়া), সহ প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম সোহাগ(১৪নং রাজানগর), দপ্তর সম্পাদক একরাম হোসেন(ইসলামপুর) সহ দপ্তর সম্পাদক আলী আকবর( ১৪নং রাজানগর), সমাজ কল্যান সম্পাদক মাসুদুর রহমান(লালানগর), সহ সমাজ কল্যান সম্পাদক মহি উদ্দিন ফাহিম (হোসনাবাদ), সাংস্কৃতিক সম্পাদক তাসলিম বিন তৌহিদ(লালানগর), সহ সাংস্কৃতিক সম্পাদক মুহিদুল ইসলাম(১৪নং রাজানগর), ধর্ম বিষয়ক সম্পাদক মীর জুলহাজ(লালানগর), সহ ধর্ম সম্পাদক সজীব চৌধুরী(পারুয়া), ক্রিড়া সম্পাদক ইসহাক চৌধুরী রিফাত (১৪নং রাজানগর),সহ ক্রিড়া সম্পাদক সৈয়দ আলী(হোসনাবাদ), মহিলা সম্পাদক নিশাত জাহান(পারুয়া), সহ মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা সুলতানা ববি(লালানগর), আইন বিষয়ক সম্পাদক মিশুক মালাকার(লালানগর), ছাত্র কল্যান সম্পাদক অনিক চৌধুরী(পারুয়া), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবুল হাসেম মুন্না(১নং রাজানগর), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাকিল(হোসনাবাদ),সহ আন্তর্জাতিক সম্পাদক ওয়াকিল মুন্না (১নং রাজানগর)
নির্বাহি সদস্যবৃন্দ মীর আরিফ বিন হানিফ,মীর সাকিব,মন্নান,সজিব,এনাম,হেলাল উদ্দিন,ইমন,সাকিব হোসাইন চৌধুরী,সাইফুল ইসলাম,জাহেদুল ইসলাম,মাসুদুর রহমান,বেলায়াত হোসেন,রাসেল মুরাদ,পারভেজ মারুফ,রফিকুল ইসলাম,জুনায়েদ,মীর সায়েম,লিংকন সাহা,মিনহাজুল আরেফিন ইমন,মীর সাফায়াত(লালানগর ইউনিয়ন। শাহাদাত হোসেন,রফিক, রায়হান মোস্তফা, আমান, সাইফুল ইসলাম,রকিব, ইকবাল হোসেন,রিমন(১৪নং রাজানগর)। জামাল উদ্দিন, শাকিল হোসেন,রবিউল ইসলাম রবি,মাসুদ,আবদুন নবী সোহেল,মহিন উদ্দিন,জামাল উদ্দিন(হোসনাবাদ)। সোহেল রানা,মিজানুর রহমান,নেজাম উদ্দিন,মিজানুর রহমান,জাশেদ,আলী,রেজাউল(১নং রাজানগর)। আকাশ চোধুরী,অন্তু দে,ইকবাল হোসেন,জিতু দে,কুতুব উদ্দিন,ইসমাঈল(পারুয়া)। আবদুল্লাহ আল ইমরান, আবু তাহের, জুয়েল, ইব্রাহীম,সাদ্দাম(ইসলামপুর)। ইয়াছিন সিকদার,প্রশান্ত চক্রবর্তী, আজিম উদ্দিন,আরিফ,রাশেদ,সোহেল,মোরশেদ,কাজী আরমান(স্বনির্ভর রাঙ্গুনিয়া)।

নবাগত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ কে এম মুছা,সেক্রেটারি মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার,আঞ্চলিক ছাত্র কমিটির সমন্বয়ক জামাল উদ্দিন,এডভোকেট রাশেদ পারভেজ সহ মানবাধিকার নেতৃবৃন্দরা। অনুষ্ঠান শেষে নবাগত কমিটিকে শপথ পাঠ করান মানবাধিকার ছাত্র পরিষদের সমন্বয়ক ইকবাল হোসেন।

Logo-orginal