, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে তীব্র গরম চলমান থাকবে” আশংকা আবহাওয়াবিদদের

প্রকাশ: ২০১৯-০৬-১২ ১৭:৩৫:৫০ || আপডেট: ২০১৯-০৬-১২ ১৭:৩৯:৫৩

Spread the love

কুয়েতঃ কুয়েতে তীব্র গরম চলমান থাকবে বলে আশংকা কুয়েতের আবহাওয়াবিদরা ।

আরব ভুমির ধনী দেশ কুয়েতে গত ৬ জুন থেকে গ্রীষ্মকালীন তাপমাত্রা বাড়তে থাকে ।

তবে সামার মাস হিসাবে খ্যাত জুন মাস আসার আগেই দেশটিতে তাপমাত্রা বেড়ে গিয়েছিল । এরমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৫২ থেকে ৫৬ ডিগ্রী রের্কড করা হয় সৌদি ও ইরাক সীমান্ত এলাকায় ।

গত সোমবার কুয়েতের সুরা এলাকায় তাপমাত্রার তীব্রতায় মারাযায় এক মিশরীয় শ্রমিক ।

এর আগে ১ জুন থেকে সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বাহিরে কাজ করা নিষিদ্ধ করেছে কুয়েত শ্রম মন্ত্রণালয় ।
সরকারি নির্দেশনায় বিভিন্ন কোম্পানি তাদের ডিউটি শিডিউলে পরিবর্তন এনেছে ।

উল্লেখ্য, আবহাওয়াবিদরা এই বছর কুয়েতে অস্থির গ্রীষ্মের পূর্বাভাস দিয়েছেন, আগামী মাসে সূর্যের তাপমাত্রা প্রায় ৬৮ ডিগ্রি সেলসিয়াসে উঠার আশংকা করেছেন ।

Logo-orginal