, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে বিভিন্ন অপরাধে ২৩২ বিদেশী আটক

প্রকাশ: ২০১৯-০৬-১৮ ১১:৪৬:২৭ || আপডেট: ২০১৯-০৬-১৮ ১১:৪৬:২৭

Spread the love

কুয়েতঃ বিভিন্ন অপরাধ ও একামা না থাকায় ২৩২ জন বিদেশী নাগরিককে আটক করেছে কুয়েত পুলিশ।

সোমবার ( ১৭ জুন) দেশটির বিভিন্ন জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করে এইসব বিদেশীদের আটক পুলিশ।

আরবী দৈনিক আল রাই এ প্রকাশিত তথ্যসুত্রে প্রকাশ, প্রায় হাজারেরও বেশী লোকের সিভিল আইডি চেক করে বিভিন্ন অপরাধে মোট ২৩২ জনকে হাজতে প্রেরণ করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিবের নেতৃত্বে পরিচালিত অভিযানের কর্মকর্তারা।

আহমদী, আসমা, ও হাওয়ালী জেলার বিভিন্ন এরিয়া এই পরিচালনা করা হয়।

প্রায় শতাধিক প্রবাসীর একামা না থাকার কারণে আটক করা হয়েছে।

বাকীদের মধ্যে ক্রিমিনাল কেইস, কপিল থেকে পালিয়ে যাওয়া, মোবাইল কোম্পানির পাওনা অনাদায়, ট্রাফিক জরিমানা অনাদায় ইত্যাদি অপরাধে প্রায় ১৩২ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বেশ কজন বাংলাদেশিও রয়েছে, তবে তাদের সংখ্যা ও তথ্য জানা যায়নি।

Logo-orginal