, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

ঘরের দেওয়াল ভেঙ্গে হাসপাতালে নেওয়া হল এক রুগীকে

প্রকাশ: ২০১৯-০৬-২১ ২০:০২:২৮ || আপডেট: ২০১৯-০৬-২১ ২০:০২:২৮

Spread the love

নিউ ডেস্কঃ দেওয়াল ভেঙ্গে নিতে হল হাসপাতালে, রুগীকে বহনকারী ভ্যানগাড়িকে রাস্তায় অনুসরণ করল বেশ কটি বিশেষ ভ্যান, বেশী ওজন ও বিরল রোগ নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া নুর হাসান এখন বিশ্ব মিডিয়ার শিরোনাম ।

কারণ ৮০ বা ১০০ নয়, ১৫০ কেজিও নয়, ওজন ৩৩০ কেজি। কোনো প্রাণী নয়, একজন মানুষেরই ওজন ৩৩০ কেজি। শুনতে অবাক লাগলেও এমনই এক ব্যক্তির সন্ধান মিলেছে পাকিস্তানের লাহোরে ।

বিরল রোগে আক্রান্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাদিকাবাদ জেলার বাসিন্দা নুর হাসান। ওজন বাড়তে বাড়তে এতটাই বেড়ে গিয়েছিল যে, দীর্ঘদিন নড়াচড়া করতে পারেন না তিনি। উপায় ছিল না চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ারও।

আর তাই শেষপর্যন্ত পাকিস্তানের সেনা প্রধানের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেদন জানান তিনি। আর তাতে সাড়াও দেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এরপরই পাকিস্তানি সেনার তরফে বাড়ির দেওয়াল ভেঙে নুর হাসানকে প্রথমে লাহোরের সেনা হাসপাতালে নিয়ে আসা হয়।

এমন সংবাদের সত্যতা মিলেছে দেশটির সব নামীদামী নিউজ মিডিয়ায় । পাকিস্তান ছেড়ে বিশ্ব গণমাধ্যমে এসেছে সংবাদটি ।

কিছু পরীক্ষার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সেখানেই অস্ত্রোপচার হবে নুর হাসানের।

Logo-orginal