, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

চট্টগ্রামে কুয়েতি জাহাজের সাথে সিঙ্গাপুরী জাহাজের সংঘর্ষ

প্রকাশ: ২০১৯-০৬-১৫ ১১:৪০:৪৩ || আপডেট: ২০১৯-০৬-১৫ ১১:৪৩:৫৬

Spread the love
কুয়েতঃ বাংলাদেশের বাণিজ্য্যিক রাজধানী চট্টগ্রামের বন্দরে কুয়েতি জাহাজের সাথে সিঙ্গাপুরী জাহাজের সংঘর্ষ হয়েছে ।

শুক্রবার (১৪ জুন) কুয়েত তেল ট্যাঙ্কার কোম্পানী (কেওআইআইসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে ।

কুয়েতি জাহাজটি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করা অবস্থায় সিঙ্গাপুরের কন্টিনারবাহী জাহাজের সাথে সংঘর্ষ হয় ।

ধারণা করা হচ্ছে ভুল সিগনালের কারণে উক্ত দুর্ঘটনা সংঘটিত হয় ।

কুয়েত তেল ট্যাঙ্কার কোম্পানী (কেওআইআইসি) জানিয়েছে, কুয়েতী ট্যাঙ্কার বার্গানের চালান স্বাভাবিক ও নিরাপদ পথে আনলোড হওয়ার পর চট্টগ্রাম বন্দরের বাইরের অ্যাংকারেজে এই সংঘর্ষ হয়।

কুয়েত তেল ট্যাঙ্কার কোম্পানিটির মালিকানাধীন তেলবাহী জাহাজটি কিভাবে দুর্ঘটনায় পতিত হল তার সঠিক কারণ জানতে তদন্ত করবে কতৃপক্ষ ।

অন্যদিকে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ জাহাজ ২টির দুর্ঘটনার কারণ তদন্তে একটি শক্তিশালী কমিটি গঠন করেছে ।

Logo-orginal