, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

admin admin

তীব্র গরমের শংকায় কুয়েতে সরকারী অফিসসুচী পরিবর্তনের বিল সাংসদ ফয়সালের

প্রকাশ: ২০১৯-০৬-১০ ১২:৩০:৫৮ || আপডেট: ২০১৯-০৬-১০ ১২:৩০:৫৮

Spread the love

কুয়েত: তীব্র গরমের শংকায় সরকারী বেসরকারি অফিস সুচী পরিবর্তনের জন্য কুয়েতের সংসদে বিল আনয়নের ঘোষণা দিলেন সাংসদ ফয়সাল আল-কান্দরি।

রোববার (৯ জুন) দেশটির সংসদের একটি সভায় এই বিষয়ে বিল আনার কথা নিশ্চিত করেন সাংসদ ফয়সাল।

ইংরেজি দৈনিক কুয়েত টাইমসে প্রকাশিত সংবাদে প্রকাশ, দৈনিক বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সময় নির্ধারন করে বিল আকারে সংসদে জমা দেবেন আইন প্রণেতা ফয়সাল আল কান্দারী।

জুন মাসের শুরুতে কুয়েতে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে।

গতকাল আরবী দৈনিক আল-কাবাসের রিপোর্ট অনুযায়ী ৫২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দেশটির উত্তরের এলাকা মিত্রবিহারে।

অন্যদিকে গত শুক্রবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পেলে কুয়েতে ১৩,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ খাতে ব্যবহার বেড়েছে।

প্রসঙ্গতঃ কুয়েতে বর্তমানে সরকারী অফিস আদালতের কাজের সুচী সকাল ৭,৩০ থেকে বিকাল ২,০০ পর্যন্ত।

Logo-orginal