, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

তুরস্কে বাংলাদেশের নাম উজ্জল করে প্রশংসায় ভাসছেন লোহাগাড়ার সন্তান হাসান কবির

প্রকাশ: ২০১৯-০৬-১০ ১৭:৩৬:২৯ || আপডেট: ২০১৯-০৬-১০ ১৭:৩৬:২৯

Spread the love

ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত “আইসিওয়াইএফ রমজান ফটোগ্রাফি প্রতিযোগিতায় ২০১৯”-এ প্রথম স্থান অর্জন করে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি তরুণ চট্টগ্রামের লোহাগাড়ার মুহাম্মদ হাসান কবির।

হাসান কবির বিভিন্ন মুসলিম দেশের প্রায় দুইশত প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতা করে দেশের জন্য এ সম্মান বয়ে এনেছেন।

তুরস্কের সেলজুক বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান এবং জনপ্রশাসন বিষয়ে অধ্যয়রত মুহাম্মদ হাসান কবির লোহাগাড়া সাতকানিয়ার সাংসদ আবু রেজা ন্দভীর ভাগিনা ও উপজেলার চুনতি নারিশ্চা গ্রামের আল্লামা ফৌজুল কবিরের পুত্র।

লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির ও মরক্কোর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাদীর’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও সহকারী অধ্যাপক এবং গ্লোবাল পীস প্লানেট (জিপিপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন মাহীর ছোট ভাই।

হাসানের এমন কৃতিত্বে উতফুল্লাতা প্রকাশ করেছে তার স্বজনরা, এবং দেশবাসীর দোয়া চেয়েছেন কৃতি শিক্ষার্থী হাসান ।

অন্যদিকে গত কদিনে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসানের কৃতিত্ব নিয়ে প্রশংসা করে হাজার হাজার পোষ্ট আপলোড হয়েছে ।

আরটিএম কতৃপক্ষ হাসান কবিরের সফলতা কামনা করে শুভেচ্ছে জানিয়েছেন ।

Logo-orginal