, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin admin

পদুয়ায় মিলল নবজাতক এক ফুটফুটে শিশু”

প্রকাশ: ২০১৯-০৬-২৯ ০১:০০:৫৫ || আপডেট: ২০১৯-০৬-২৯ ০১:০০:৫৫

Spread the love

চট্টগ্রামঃ নিস্পাপ ফুলকে ছুড়ে ফেলা হয় রাস্তায়, যে ফুল আল্লাহর রহমতে মা বাবার ভাগ্যকে সুগন্ধি ছড়িয়ে দেয় সে ফুল আজ পাপের বোঝা।

সমাজের চোখ থেকে বাঁচতে যে শিশুকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, সে শিশুই ঐ পাপী মা বাবার জাহান্নামে যাওয়ার কারণ হবে।

ফুলের মত একটি শিশু মিলল চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে।

রাস্তার পাশে নবজাতকে কান্না শুনে কোলে তুলে নেন পদুয়া বশির মোঃ সিকদার পাড়ার অামিন শরীফ।

আজ (শুক্রবার) রাত ৮টায় ৩নং ওয়ার্ডের মাদ্রাসা সড়কের পূর্বদিকে ফরিয়াদের কুল রোড এবং পেঠান শাহের রোডের তিন রাস্তার মাথা চেইল্লা তলী নামক স্থানে শিশুটিকে পাওয়া যায়।

স্থানীয় সাংবাদিক এরশাদ হোসাইনের পোস্ট থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

সুত্রে প্রকাশ, অামিন শরীফ নবজাতক শিশুটিকে উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে যান।

মুসলিম ধর্ম অনুযায়ী আজান দিয়ে গোসল করিয়ে ডাক্তারের পরামর্শের জন্যে শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

ডাক্তার পরীক্ষা নীরিক্ষা শেষে শিশুটিকে সম্পুর্ণ সুস্থ ঘোষণা দেয়।

নিঃসন্তান এক দম্পতি শিশুটিকে লালনপালন করার জন্য নিয়ে যায়।

প্রকৃত মা-বাবার পরিচয় ছাড়াই হয়তো বেড়ে উঠবে এই নিষ্পাপ নবজাতকের জীবন।

তবে নৈতিক অবক্ষয়ে সমাজের চিত্র আজ বড়ই বেদনাদায়ক, দিন দিন বেড়ে চলছে এমন ঘটনা।

Logo-orginal