, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar Maftun

রাঙ্গুনিয়ার মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৬-৩০ ১৯:০৫:৪১ || আপডেট: ২০১৯-০৬-৩০ ১৯:০৫:৪১

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

রাঙ্গুনিয়ায় মৎস্য দপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচাাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ২০১৮-১৯ সালে ইউনিয়ন পর্যায়ে সিআইজি ও নন-সিআইজি মৎস্যচাষীদের অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ কর্মশালা উপজেলার সরফভাটা ইউনিয়ন পরিষদ হলরুমে রবিবার (৩০ জুন) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, জেলা মৎস্য জরীপ কর্মকর্তা আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন সফল মৎস্য চাষী অনন্ত মার্মা চৌধুরী, সিআইজি সদস্য মো. রহমত, সাবের আহমেদ, মুহাম্মদ আলী মেম্বার, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি সাকের সিকদার প্রমুখ। অনুষ্ঠানে এনএটিপি-২ প্রকল্পের মাধ্যমে মৎস্য চাষ উৎপাদন বৃদ্ধি বিষয়ক কার্যক্রম, মৎস্য ও মৎস্যজাত দ্রব্যাদি বিপননে বাজার সহায়তা বিষয়ক কার্যক্রম এবং পরিবেশ গত সামাজিক কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় সরফভাটা ৬০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেছেন।

Logo-orginal