, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

প্রকাশ: ২০১৯-০৬-০১ ১৫:৪৫:২৬ || আপডেট: ২০১৯-০৬-০১ ১৫:৪৫:২৬

Spread the love

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করবে শ্রীলঙ্কা।

শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

আইসিসি র‌্যাংকিংয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কিউইরা। অন্যদিকে, লঙ্কানদের অবস্থান নবম। তাই বলাই যায় যে, শ্রীলঙ্কাকে জিততে হলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।

তবে বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড। যার মধ্যে শ্রীলঙ্কা ছয়বার ও নিউজিল্যান্ড চার বার জয় পেয়েছে

এছাড়া সময়টাও দুর্দান্ত যাচ্ছে নিউজিল্যান্ডের। ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসনদের নিয়ে গড়া বোলিং শক্তি বেশ কার্যকর। সঙ্গে রস টেইলর, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলসের মতো অভিজ্ঞরা রয়েছেন দলে। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে পেয়েছিল দাপুটে জয়। শেষ দশ ম্যাচের ছয়টি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড।

অন্যদিকে শ্রীলঙ্কার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। কখনো ভালো ক্রিকেট খেলছে তো কখনো খেলছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ তিন ওয়ানডেতে হেরেছে তারা। আবার চলতি বছর মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে লঙ্কানরা।

তবে দলে রয়েছেন থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলা ম্যাথিউজের মতো ক্রিকেটার। তাই প্রথম ম্যাচে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত শ্রীলঙ্কা। সুত্রঃ বিডি প্রতিদিন ।

Logo-orginal