, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

২৬৬ রানে অল আউট পাকিস্তান” জিতে গেল অস্ট্রেলিয়া

প্রকাশ: ২০১৯-০৬-১২ ২৩:০৭:৩৩ || আপডেট: ২০১৯-০৬-১২ ২৩:১০:১০

Spread the love

ক্রীড়া ডেস্কঃ ২৬৬ রানে অল আউট পাকিস্তান” জিতে গেল অস্ট্রেলিয়া, এইমাত্র অলআউট হল পাকিস্তান ক্রিকেট দল ।

এর আগে পাকিস্তানকে ৩০৮ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া ।

কিন্তু পাকিস্তানের শুরুটা ছিল ভীষণ সাবধানি। সেটি তৃতীয় ওভারেই ফখর জামান বিদায় নেওয়ার জন্য। রানের খাতা খোলার আগেই প্যাট কামিন্সকে উইকেট দেন পাকিস্তানি এ ওপেনার। প্রথম ৫ ওভারে ১ উইকেটে ১৮ রান তুলে ধুঁকছিল পাকিস্তান। ওপেনার ইমাম-উল-হকের সংগ্রহ তখন ১৭ বলে ৫! তিনে নামা বাবর আজম অন্য প্রান্তে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। ১১তম ওভারে কোল্টার-নাইলকে উইকেট দেওয়ার আগে ২৮ বলে ৩০ রান করেন বাবর।

এরপর শক্ত জুটি গড়ে বেশ ভাল রানে এগোচ্ছিল পাকিস্তান দল শেষে ওহাব আর সরফরাজ জুটিতে আশার আলো দেখছিল পাক সাপোর্টাররা ।

এর আগে শুরুটা দুর্দান্ত করে অস্ট্রেলিয়া। মাঝপথেও ছড়ি ঘোরান অজি ব্যাটসম্যানরা। রীতিমতো রানের ফোয়ারা ছোটান। তবে শেষদিকে সেটা অব্যাহত রাখতে পারেননি তারা। ফলে দলীয় স্কোর বোর্ডে যতটা রান ওঠার কথা, ততটা উঠলো না। আমির, হাসান, রিয়াজ, আফ্রিদিদের দুরন্ত বোলিংয়ে ৩০৭ রানে গুটিয়ে যান অজিরা।

বুধবার টনটনে বৃষ্টি আবহ ও বাতায় থাকায় টস জিতে ফিল্ডিং বেছে নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। যদিও এখনো বৃষ্টি নামেনি। তবে শুরুতে পেসাররা তার সিদ্ধান্তকে স্বার্থক করতে পারেননি। তাদের ব্যর্থ করে অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে ১৪৬ রান তোলেন তারা।

ফিফটি তুলে সেঞ্চুরির পথে হাঁটছিলেন ফিঞ্চ। তবে তাতে বাদ সাধেন মোহাম্মদ আমির। দ্বিতীয় স্পেলে ফিরেই অজি অধিনায়ককে ফেরান তিনি। ফেরার আগে ৮৪ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন ফিঞ্চ।

তিনি ফেরার পর ক্রিজে স্থায়ী হতে পারেননি স্টিভ স্মিথ। মোহাম্মদ হাফিজের বলে আসিফ আলিকে ক্যাচ তুলে দেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এ ব্যাটসম্যান। তবে স্বরূপে ছিলেন ওয়ার্নার। নির্বাসন কাটিয়ে ফিরে ফর্মের মগডালে আছেন তিনি। বিশ্বকাপের আগে মাতিয়ে এসেছেন আইপিএল। বৈশ্বিক টুর্নামেন্টেও সেই ফর্ম ধরে রেখেছেন বিধ্বংসী ওপেনার। পথিমধ্যে আসরে তৃতীয় ফিফটি তুলে নেন তিনি। দোর্দণ্ড প্রতাপে এগিয়ে যান সেঞ্চুরির পথে। এরই মাঝে শাহীন আফ্রিদির বলে সোজা বোল্ড হয়ে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল।

Logo-orginal