, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin admin

আল কুদসে বাপ-দাদার ভিটে থেকে এক ফিলিস্তিনী পরিবারকে উচ্ছেদ করল ইহুদী পুলিশ

প্রকাশ: ২০১৯-০৭-১১ ০১:৩১:৩৫ || আপডেট: ২০১৯-০৭-১১ ০১:৩১:৩৫

Spread the love

ইহুদীবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের পুলিশবাহিনী আজ বুধবার আল কুদস শহরের আল-আকসা মসজিদের দক্ষিণে অবস্থিত সিওয়ান শহরে একটি ফিলিস্তিনি পরিবারকে নিজ বাড়ি থেকে উচ্ছেদ করেছে।

দখলদার ইসরাইলি অধিবাসীদের কাছে ভূমিটি হস্তান্তরের জন্য এ নেক্কারজনক কাজ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা আনাদুলুকে জানান, সিয়াম পরিবারের বেশ কয়েকটি বসতিতে হামলার পূর্বে দখলদার ইসরাইলি বাহিনী সিওয়ান শহরের ওয়াদি হিলওয়াহ এলাকার সব প্রবেশপথ বন্ধ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, দখলদার বাহিনী সিয়াম পরিবারকে তার বাড়ি খালি করার জন্য বাধ্য করে। এবং ফিলিস্তিনের ভূমি রক্ষায় সিয়াম পরিবারের সক্রিয় সদস্য জাওয়াদ সিয়ামকে আটক করে।

উল্লেখ্য; কিছুদিন পূর্বে ইসরাইলের একটি আদালত ফিলিস্তিনি পরিবারটিকে নিজেদের বাড়ি খালি করার নির্দেশ দেয়। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত সম্পত্তির জন্য বিগত ২৫ বছর ধরে সিয়াম পরিবার সংগ্রাম করে আসছে।

সিয়াম পরিবারের সদস্যরা বলেন ইসরাইলী আদালত দালালি ও জালিয়াতির আশ্রয় নিয়েছে।
উৎসঃ ইনসাফ২৪ডটকম।

Logo-orginal