, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

উইঘুর মুসলিমদের নির্যাতন বিষয়ে চীনকে সতর্ক করেল প্রেসিডেন্ট এরদোগান

প্রকাশ: ২০১৯-০৭-০৫ ১৯:২০:১৭ || আপডেট: ২০১৯-০৭-০৫ ১৯:২০:১৭

Spread the love

চীনা শিবিরে থাকা শত শত উইঘুর মুসলিমকে কোনভাবেই নির্যাতনের সুযোগ না দিতে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

মঙ্গলবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শিং জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ফেরার সাংবাদিকদের এ কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট।

তিনি বলেন, তুরস্ক ও চীনের সম্পর্কের মধ্যে উইঘুর মুসলিমদের নির্যাতনের বিষয়টি নেতিবাচক প্রভাব ফেলছে। আমাদের প্রয়োজন নির্যাতনের কোনো সুযোগ না দেওয়া। তবে আমরা বিশ্বাস করি স্পর্শকাতর উভয় দিক থেকে আলোচনার মাধ্যমে এ ইস্যু নিয়ে সমাধান বের করতে পারি।

চীনের জিনজিয়াং প্রদেশে আদিবাসী মুসলমান সম্প্রদায় হলো উইঘুর। ওই অঞ্চলের প্রাপ্ত বয়স্কদের বিশাল বিশাল বন্দীশিবিরগুলোতে আটকে রাখা হচ্ছে বলে জানায় বিবিসি। এছাড়া মুসলিম শিশুদেরকে বাবা-মায়ের থেকে আলাদা করে দেওয়া হচ্ছে বলে জানায় নির্যাতিতরা। সেখানে শতাধিক শিশু নিখোঁজ হয়েছে বলে জানায় বিবিসি।

কঠোর গোয়েন্দা নজরদারি এবং জিনজিয়াংয়ের উপর চীন সরকারের পূর্ণ নিয়ন্ত্রণের কারণে ওই অঞ্চল থেকে কোনো তথ্য বের করতে পারেন না সাংবাদিকরা। তাদের ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হয়।

জেডএইচ কারিগরি শিক্ষার নামে আটক উইঘুরদের ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে অস্বীকার করছে চীন। সূত্র: দ্য নিউ আরব অবলম্বনে ইত্তেফাক ।

Logo-orginal