, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে প্রচন্ড গরমে আগুন থেকে নিরাপদ থাকতে করণীয়!

প্রকাশ: ২০১৯-০৭-০৭ ১২:৪১:২৭ || আপডেট: ২০১৯-০৭-০৭ ১২:৪১:২৭

Spread the love

কুয়েতঃ প্রচন্ড গরমে প্রতিদিন গাড়িতে আগুন লাগছে কুয়েতে।

শনিবার (৬ জুলাই) দেশটির জাবেরিয়া, জিলিব, আহমদী ও সাবাহ হাসপাতাল এলাকায় বেশকটি প্রাইভেট গাড়ি আগুনে পুড়ে গেছে।

আল-আনবার বরাত দিয়ে আরব টাইমসে প্রকাশিত সুত্রে প্রকাশ, প্রচন্ড তাপমাত্রায় শর্ট সার্কিট সমস্যার কারণে এমন আগুন লাগার কারণ হতে পারে।

গাড়ি চালানো অবস্থায় যা করণীয়!

#গাড়ি স্টার্ট দেওয়ার পুর্বে টায়ার, পানি, ইন্জিন মুবিল চেক করুন।

#চলন্ত অবস্থায় ইন্জিন তাপমাত্রার প্রতি নজর রাখুন, অতিরিক্ত গরম হলে (৫০% উপরে হলে) নিরাপদ স্থানে দাঁড়িয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন।

#কোন অবস্থায় হিট হওয়া গাড়ির রেডিওটারের মুখ খুলবেন না, শুধুমাত্র ইন্জিনবক্সের ঢাকনাটা খুলে রাখুন।

#পানির বোতল বা যে কোন ধরণের টিন, পলি, প্লাস্টিক ব্যাগ গাড়িতে রাখবেননা।

#যে কোন প্রয়োজনে #১১২ নাম্বারে ফোন করে সহযোগীতা নিন।

Logo-orginal