, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

দক্ষিণ আফ্রিকায় এবার বিষ খাইয়ে হত্যা করা হল বাংলাদেশী এয়াছিনকে

প্রকাশ: ২০১৯-০৭-০৭ ১৭:৫১:১৪ || আপডেট: ২০১৯-০৭-০৭ ১৭:৫১:১৪

Spread the love

দক্ষিণ আফ্রিকার বলুম পয়েন্টে বাংলাদেশী মো. এয়াছিন (৪৬) নামে চাকুরীজীবী এক কর্মকর্তাকে কোমলপানীয়ের সঙ্গে বিষ খাইয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত এয়াছিন নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর মোজাফ্ফর আলী হাজী বাড়ীর ফজলুল হকের পুত্র। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি সবার বড়।

২০০৫ সালে তিনি চাকুরী নিয়ে সেখানে পাড়ি জমান। দীর্ঘ এক যুগেরও বেশী সময় তিনি বিএসএফ নামীয় কোম্পানীর মার্কেটিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ১লা জুলাই রাতে তার সহকর্মী ও স্থানীয় আফ্রিকান সন্ত্রাসীরা কোমল পানীয়ের সঙ্গে বিষ খাইয়ে হত্যার পর কোম্পানীর মালামাল লুট করেছেন বলে নিশ্চিত করেছেন নিহতের ভাই নুরুল আমিন রানা।

তিনি রোববার দুপুরে গণমাধ্যমকে জানান, আজ বিকাল ৫ টায় নিহত এয়াছিনের লাশবাহী কফিন ঢাকা বিমানবন্দরে আসবে। আগামীকাল সোমবার দাগনভূঁইয়া আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও বিকালে সেবারহাট শেরে-ই বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

নিহত এয়াছিনের এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। উৎসঃ মানবজমিন ।

Logo-orginal