, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

ইন্ডিয়াকে হারাতে ভরসা এখন সাকিব ও মুশফিক

প্রকাশ: ২০১৯-০৭-০২ ২১:২৫:১৩ || আপডেট: ২০১৯-০৭-০২ ২১:২৬:০১

Spread the love

ক্রীড়া ডেস্কঃ বাংলাদেশের ভরসা এখন সাকিব মুশফিকে, দারুণ শুরুর পর তামিম ইকবাল ও সৌম্য সরকার বিদায় নিলেও, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে দলীয় শতরানের গণ্ডি পার করে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০৪ রান করেছে বাংলাদেশ।

এর আগে তামিম ইকবালের সঙ্গে ভালো জুটি গড়ার পর সাকিব আল হাসানের সঙ্গেও ৩৫ রানের পার্টনারশিপ গড়েন সৌম্য সরকার। উইকেটে থিতু হওয়া এই ওপেনার অবশ্য ১৬তম ওভারে নিজেকে আর টিকিয়ে রাখতে পারলেন না। দলীয় ৭৪ রানে হার্দিক পান্ডিয়ার বলে বিরাট কোহলিকে ক্যাচ দেন তিনি। মাঠ ছাড়ার আগে ৩৮ বলে ৩৩ রান করেন সৌম্য।

উদ্বোধানী জুটিতে সৌম্য সরকারের সঙ্গে ৩৯ রানের দারুণ এক জুটি গড়েন তামিম ইকবাল। তবে ১০ ওভারে মোহাম্মদ শামির বলে ইনসাইডেজ বোল্ড হলে নিজের ইনিংস আর বড় করতে পারেননি তামিম। ৩১ বলে তিনটি চারের সাহায্যে ২২ রান করেন এই বাঁহাতি।

মঙ্গলবার (২ জুলাই) এজবাস্টনে টসে জিতে ব্যাটিং বেছে নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

Logo-orginal