, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৭-৩০ ২০:২২:৩৫ || আপডেট: ২০১৯-০৭-৩০ ২০:২২:৩৫

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের
রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে টুর্নামেন্ট দুটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় ঘাটচেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল।

তারা রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে ৩-০ গোলে পরাজিত করে। অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় ভরনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল।

তারা ঘাটচেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে ১-০ গোলে পরাজিত করে। দুটি টুর্নামেন্টেই উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে ১৬টি করে দল অংশ নিয়েছিল। অংশ নেওয়া প্রত্যেকটি দল স্ব স্ব ইউনিয়নে আন্তঃইউনিয়ন চ্যাম্পিয়ন হয়ে উপজেলা ব্যাপী মূল টুর্নামেন্টে অংশ নিয়েছে।

খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসুদুর রহমান। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা ফেরদৌস খাঁন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী, লায়লা বিলকিস, শিবলু দাশ, জিশা চাকমা, কোদালা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বদিউল আলম, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম প্রমুখ। এই টুর্নামেন্ট দুটির চ্যাম্পিয়ন দুই দল জেলা পর্যায়ে অনুষ্ঠিত খেলায় রাঙ্গুনিয়ার হয়ে অংশ নেবেন বলে জানা যায়।

Logo-orginal