, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

আফ্রিকান কাপে সেনেগালকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হল আলজেরিয়া

প্রকাশ: ২০১৯-০৭-২০ ১১:৫৪:৪৫ || আপডেট: ২০১৯-০৭-২০ ১১:৫৪:৪৫

Spread the love

লিভারপুল তারকা সাদিও মানের সেনেগালকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট আফ্রিকান নেশন্স কাপে চ্যাম্পিয়ন হয়েছে আলজেরিয়া।

শুক্রবার রাতে মিশরের কায়রো আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জয়সূচক গোলটি করেন বাগদাদ বুনিয়াহ।

প্রথমার্ধের ১৪, ২৭ ও ৩৮ মিনিটে সেনেগালের আক্রমণ রুখে দেয় আলজেরিয়া। যোগ করা সময়েও পরপর দুটি দারুণ আক্রমণ সত্ত্বেও গোল শোধ করতে পারেনি আফ্রিকার সিংহরা। বিরতি থেকে ফেরার পর ৫৯ মিনিটে পেনাল্টি পায় সেনেগাল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) কারণে সেই পেনাল্টি বাতিল হয়ে যায়।

শেষ পযর্ন্ত শুরুর ব্যবধানটা নিয়ে আফ্রিকা শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে আলজেরিয়া।

আফ্রিকান নেশন্স কাপে এটি আলজেরিয়ার দ্বিতীয় সাফল্য। প্রথমবার তারা চ্যাম্পিয়ন হয় ১৯৯০ সালে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরে সর্বাধিক ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে মিশর।

কিন্তু ঘরের মাঠে এবার তারা শেষ চারেও যেতে পারেনি। আফ্রিকান নেশন্স কাপের ২০১৯ সংস্করণে সর্বাধিক ২৪ দল অংশ নেয়। ১৯৯৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত আংশগ্রহনকারী দল ছিল ১৬টি।

Logo-orginal