, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

ইন্ডিয়ার পরাজয়ে পাক-বাংলা-লংকায় খুশির বন্যা…

প্রকাশ: ২০১৯-০৭-১০ ২১:৫৫:০৯ || আপডেট: ২০১৯-০৭-১০ ২১:৫৫:০৯

Spread the love

ক্রীড়া ডেস্কঃ ইন্ডিয়ার পরাজয়ে পাক-বাংলা-লংকায় খুশির বন্যা” শিরোনামটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত । ক্রিকেট বিশ্বকাপের সেমিতে নিউজিল্যান্ডের নিকট শোচনীয় পরাজয়ে পর পুরো সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া বিরোধীদের দখলে চলে যায় ।

তবে আইসিসিতে ইন্ডিয়ার দাদা গিরির কারণে এশিয়ার দেশগুলিতে তাদের পরাজয়ে এমন খুশির আবহ তৈরী হয় ।

অন্যদিকে শেষ কবে আইসিসি আয়োজিত টুর্নামেন্ট জিতেছিল ভারত?

২০১৩ সালে। সেবার ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনির দল। এরপর ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারে ভারত। ২০১৫ সালের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বিদায়, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে ছিটকে পড়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দলটি।

দলটি ব্যর্থ হয় ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হার মানেন ধোনি-কোহলিরা। বিগ ম্যাচে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় থাকল এবারের বিশ্বকাপেও। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ চারের ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো বিরাট কোহলির দল।

দারুণভাবে বিশ্বকাপটা শুরু করেছিল ভারত। গ্রুপ পর্বে হার বলতে কেবল ইংল্যান্ডের বিপক্ষে। কাউকেই পাত্তা দিচ্ছিলেন না রোহিত-কোহলিরা। সেই দলটিই কিনা সেমিফাইনালে পেরে উঠল না কিউইদের সাথে। যে রোহিত-কোহলির ব্যাটে রানের ফুলঝুড়ি ছুটছিল সেমিফাইনালে দুজনে মিলে করলেন মোটে ২ রান। লোকেশ রাহুল, দীনেশ কার্তিকরা সব ফরম্যাটেই পরীক্ষিত তারাও কিনা কিউই বোলারদের সামনে পর্যদুস্ত হলেন!

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুববাজ সিংয়ের কচ্ছপ গতির ব্যাটিংয়ে লংকানদের বিপক্ষে পেরে ওঠেনি ভারত। পরের বছরের বিশ্বকাপের সেমিতে ভারতের গোটা ব্যাটিং লাইনআপই ধসে পড়ে। পরের বছর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি ছাড়া ব্যর্থ ছিলেন সব সব ভারতীয় ব্যাটসম্যান।

গত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানি বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ভারতীয় ব্যাটাররা। এবারের বিশ্বকাপেও নিউজিল্যান্ডের সামনে বালির বাঁধের মতো ভেঙে পড়ে ভারতীয় টপ অর্ডার। ধোনি-জাদেজা বিপর্যয় কাটিয়ে উঠলেও সর্বনাশ যা ঘটার তা তো আগেই ঘটে যায়।

আইসিসি আয়োজিত টুর্নামেন্ট জিততে হলে সেমিফাইনাল, ফাইনাল ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের এ দৈন্যদশা কাটাতে হবে। তেমনটা না হলে ব্যর্থতার তালিকাটা আরো লম্বা হবে।

Logo-orginal