, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

ইহরাম বেঁধে শাহজালালের মাজারে যাওয়া কাবা শরীফের অবমাননা

প্রকাশ: ২০১৯-০৭-২১ ১৪:০২:২৬ || আপডেট: ২০১৯-০৭-২১ ১৪:০২:২৬

Spread the love

ইহরামের কাপড় গায়ে দিয়ে সিলেটের হজরত শাহজালাল (রাহ.) এর বার্ষিক উরুস অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলেম-উলামাসহ সাধারণ মুসলমানরা ক্ষোভ প্রকাশ করছেন।

সিলেটের স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়টি নিশ্চিত করা হয়। ইতিমধ্যে সারাদেশ জুড়ে তীব্র সমালোচনা চলছে শাহজালালের মাজারে ইহরাম বাধা নিয়ে।

জানাযায়, গতকাল শনিবার (২০ জুলাই) কোন এক সময় শাহজালাল মাজারে ইহরামের কাপড় গায়ে দিয়ে মাজার অভিমুখে রওয়ানা হওয়ার দৃশ্যটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এসব ভক্তদের তাওবা করার জন্য আহবান জানিয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর এর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব বলেছেন, পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মূল্যবান স্থান হল খানায়ে কাবা বা কাবাগৃহ। এই ঘরের চারপাশে তাওয়াফ করেন হাজিরা।

ইহরাম এটা হজের অবিচ্ছেদ্য অংশ। অন্য কোথাও ইহরাম এর কাপড় পরিধান করে যাওয়ার হুকুম শরিয়তে নেই। এমনকি সকল মসজিদগুলো কাবার অংশবিশেষ সেখানেও  সাধারণ কাপড় পরিধা৷ করে যাওয়া হয়। 

তিনি আরোও বলেন, যারা এ কাজ করেছেন তারা শরীয়তের হুকুম এর অমান্য করেছেন। তাদেরকে অবশ্যই তাওবা করতে হবে।

মাওলানা হাবীব আহমদ শিহাব মাজার কর্তৃপক্ষকে সপ্তাহে একদিন হলেও বিজ্ঞ আলেম দিয়ে ইসলামি কনফারেন্স করে ভক্তদের দীক্ষাদানের পরামর্শ প্রদান করেন।

এদিকে এই ঘটনার সুষ্ঠু সমাধান দিতে হবে  মাজার কর্তৃপক্ক্ষকে। অন্যথায় শাহজালের উত্তরসূরী সিলেটবাসীরা আন্দোলনে যেতে বাধ্য হবেন উল্লেখ করে মাদানী কাফেলা বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ।

Logo-orginal