, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin admin

ক্সট পেলেন পাক ক্যাপ্টেন সরফরাজ

প্রকাশ: ২০১৯-০৭-০৬ ১২:৩১:০৫ || আপডেট: ২০১৯-০৭-০৬ ১২:৩১:০৫

Spread the love

বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ করল পাকিস্তান। এ বৈতরণী শেষে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১১। একই সমান পয়েন্ট নিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় সেমিতে খেলা হচ্ছে না পাকিস্তানের। স্বভাবতই আক্ষেপে পুড়ছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।

শুক্রবার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে প্রথমে ব্যাট করে ৩১৫ রানের বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান। অসাধ্যারণ সেঞ্চুরি হাঁকান ইমাম। ৯৬ রানের ধ্রুপদী ইনিংস খেলেন বাবর। জবাবে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সাকিব খেলেন ৬৪ রানের লড়াকু ইনিংস। ফলে ৯৪ রানের বিশাল জয় পায় পাকিস্তান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সরফরাজ বলেন, এটা বড় দুর্ভাগ্য। আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে শেষ চারে কোয়ালিফাই করতে পারিনি। আমি মনে করি, একটা ম্যাচই আমাদের সেই রেস থেকে ছিটকে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারটা আমাদের স্রোতের প্রতিকূলে ঠেলে দিয়েছিল। সেটারই মূল্য দিতে হলো।

তিনি বলেন, ভারতের বিপক্ষে হারের পর ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে। এরপর তিন ম্যাচেই আমরা ভালো খেলেছি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই ভালো করেছি। টুর্নামেন্টের শুরুতে দলের মধ্যে সেভাবে কম্বিনেশন গড়ে ওঠেনি। যখন সবার মধ্যে মেলবন্ধন তৈরি হলো তখনই বিদায় ঘটলো। এটা সত্যিই দুঃখজনক। উৎসঃ যুগান্তর ।

Logo-orginal