, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

চকরিয়ায় পাহাড়ধসে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

প্রকাশ: ২০১৯-০৭-১৪ ০৯:৪৪:৩৪ || আপডেট: ২০১৯-০৭-১৪ ০৯:৪৪:৩৪

Spread the love

কক্সবাজার: জেলার চকরিয়া উপজেলায় পাহাড়ধসে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মোহাম্মদ ছাদেক (৩২) ও তার স্ত্রী ওয়ালিদা বেগম (২১)।

শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের বমুরকুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাদেক পেশায় দিনমজুর। তিনি স্ত্রী ওয়ালিদা বেগমকে নিয়ে কয়েক বছর আগে আলীকদম উপজেলা থেকে বমুরকুল এলাকায় গিয়ে পাহাড়ের নিচে ঘরে করে বসবাস করছিলেন।

বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল মোতালেব জানান, রাত ২টার দিকে প্রচুর বৃষ্টিপাত হয়। এতে বমুরকুল এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে মোহাম্মদ ছাদেকের বসতঘরের ওপরে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়েন মোহাম্মদ ছাদেক ও তার স্ত্রী।

স্থানীয় লোকজন মাটি সরিয়ে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেন। নিহতদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

Logo-orginal