, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

চট্টগ্রামে জাহাজ থেকে ৪৩ কন্টেইনার ছিটকে পড়ছে সাগরে

প্রকাশ: ২০১৯-০৭-০১ ১০:৫৫:৩১ || আপডেট: ২০১৯-০৭-০১ ১০:৫৫:৩১

Spread the love

চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনাল যাওয়ার পথে একটি জাহাজ থেকে ৪৩টি কনটেইনার সাগরে ছিটকে পড়েছে।

রোববার সকাল ৮টার দিকে বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করিম শিপিং লাইনের কনটেইনারবাহী জাহাজ ‘কেএসএল গ্ল্যাডিয়েটর’ পণ্যভর্তি ৮৩টি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালের উদ্দেশে রওনা দেয়। এটি হাতিয়া চ্যানেলের লালবয়ার কাছে পৌঁছলে নিরাপত্তা বাঁধ ছিঁড়ে ৪৩টি কনটেইনার সাগরে পড়ে যায়। কনটেইনারগুলো স্রোতের তোড়ে ভাসছিল। এগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।

মোহাম্মদ সেলিম বলেন, কনটেইনারগুলো ভেসে ভাসানচর উপকূলের দিকে যাচ্ছে। ওই চ্যানেল দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো বিঘ্ন হচ্ছে না।

জাহাজ কর্তৃপক্ষকে কনটেইনারগুলোর মুভমেন্ট পর্যবেক্ষণে রাখার জন্য বলা হয়েছে। আমরাও খোঁজ রাখছি বলে জানান বিআইডব্লিউটিএর এ কর্মকর্তা।

তবে ওই কনটেইনারগুলোতে কী পণ্য ছিল তা জানা যায়নি।

Logo-orginal