, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে রাস্তার উপর পানি, যান চলাচল বন্ধ

প্রকাশ: ২০১৯-০৭-১৩ ১৭:০৩:২৭ || আপডেট: ২০১৯-০৭-১৩ ১৯:১৮:৫৬

Spread the love

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ কসাই পাড়া এলাকায় রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত।

জ্যামে আটকা পড়েছে অনেক গাড়ি। দুর্ভোগে হাজার হাজার যাত্রী।

সাংবাদিক আরফাতের পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার বিকাল ৪ টায় সময় যান চলাচল বন্ধ রয়েছে।

অন্যদিকে চট্টগ্রামে টানা বর্ষণে অব্যাহত আছে। বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে বহু এলাকা পানিতে ডুবে গেছে। জেলার বিভিন্ন উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা এবং উত্তর চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি ও সন্দ্বীপ উপজেলায় পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, ঘরবাড়ি ও শত শত একর জমির ফসল।

Logo-orginal