, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

বন্যার পানিতে সাতকানিয়া প্লাবিত,পাশে দাঁড়ানোর আহ্বান

প্রকাশ: ২০১৯-০৭-১২ ১৮:৩৭:০১ || আপডেট: ২০১৯-০৭-১২ ১৮:৩৭:০১

Spread the love

আসিফ ইকবাল (চট্টগ্রাম প্রতিনিধি)

চট্টগ্রাম দক্ষিণ জেলা সাতকানিয়া উপজেলায় বন্যার পানিতে প্লাবিত।পানি বন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।স্কুল কলেজ কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। সাতকানিয়া কলেজ মাঠ,কলেজ প্রাঙ্গণ পানির নিচে।বন্ধ হয়ে পড়েছে কলেজ কার্যক্রম।সাতকানিয়া উপজেলা অফিস,পৌরসভা অফিস, সাতকানিয়া পৌরসভা স্কুল পানি বন্দি, কার্যক্রম প্রায় বন্ধ।

সাতকানিয়া উপজেলা পানি বন্দি এলাকায় পরিদর্শন সহ ত্রাণ বিতরণে অংশগ্রহন করেন সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যার মোং জসিম,উপজেলা ভাইস চেয়ারম্যান মোং ইব্রাহিম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুরদানা ইয়াসমিন।

সাথে সাথে সাতকানিয়া পৌরসভায় সাতকানিয়া পৌরসভা মেয়র মোহামম্মদ জুবাইর, বন্যায় কবলিত এলাকায় চাল-ডাল-আলু বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।সাথে সাথে পৌরসভা ২নং ওযার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র মোহাম্মদ আলী ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

সাতকানিয়া ডলু নদীর পানি বৃদ্ধি পেয়ে,ডলুব্রিজ এলাকা, সামিয়ারপাড়া,ভোয়ালিয়া পাড়া, রামপুর,ছমদর পাড়া, সতি পাড়া, ডলু নদী পানি বৃদ্ধি পেলে পানিতে প্লাবিত হয়ে যাবে কয়েক হাজার ঘর বাড়ি।

উপজেলা চেয়ারম্যান আহ্বান-বন্যা কবলিত এলাকায় সবাইকে পাশে দাঁড়ান।

Logo-orginal