, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

ভারতের পরাজয়ে কাস্মীরে আনন্দ উৎসব

প্রকাশ: ২০১৯-০৭-১১ ১০:৩৫:০২ || আপডেট: ২০১৯-০৭-১১ ১০:৩৫:০২

Spread the love

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে হয়ে গেল বুধবার (১০ জুলাই)। সেই ম্যাচে ভারতকে ১৮ রানে গুড়িয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। ভারতের এই পরাজয়ে শত কোটি মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে।

সেখানেই শেষ নয়, আজ পুরো ভারতবর্ষ জুরে নিস্তব্ধ-নীরবতা। এ নিয়ে কোহলিরা সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হয়েছেন।

টুইটারে একজন লিখেছেন, ‘প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের চেয়ে এই হার বেশি কষ্টের’। আরেকজন একটি ছবি দিয়ে তাতে লিখেছেন, ‘ড্রেসিং রুমে আর কোনো ব্যাটসম্যান আছে কিনা তা দেখছে কোহলি।

এছাড়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা গেছে হারের পর টেলিভিশন ভাঙছেন ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা। এদিকে এক সমর্থককে দেখা গেছে নিজের গালে নিজে কষে চড় মারতে।

তবে ভারতের এই রকম অবস্থা হলেও উলটো চিত্র দেখা গেছে ভারত শাষিত কাশ্মীরে। ভারতের এই পরাজয়ে যেখানে তাদের কষ্ট ও দুঃখ পাওয়া উচিত, উল্টো সেখানে বইছে আনন্দের বন্যা। আনন্দে আত্মহারা হয়ে তারা ফাটিয়েছেন আরশবাশি। জ্বলেছে আলোর ফুলকুরি। উৎসঃ সময় নিউজ।

Logo-orginal