, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

মাওলানা মামুনুল হক যুব মজলিসের সভাপতি পদে পুনঃনির্বাচিত

প্রকাশ: ২০১৯-০৭-২০ ২২:৪৮:২৮ || আপডেট: ২০১৯-০৭-২০ ২২:৪৮:২৮

Spread the love

বাংলাদেশ খেলাফত ‍যুব মজলিসের সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মাওলানা মামুনুল হক।

আজ ২০ জুলাই শনিবার যুব মজলিসের সংগঠক সম্মেলনে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মাওলানা শরীফ সাঈদুর রহমান ও মাওলানা আবুল হাসানাত জালালী।

পরবর্তীতে ‘মজলিসে শুরা আম’ এর অধিবেশনে মাওলানা ফজলুর রহমানকে সংগঠন বিভাগের সম্পাদক এবং মাওলানা জহিরুল ইসলামকে প্রশিক্ষণ ও বাইতুল মাল বিভাগের সম্পাদক, মাওলানা শরীফ হুসাইনকে সমাজকল্যাণ বিভাগের সম্পাদক ও মাওলানা রাকীবুল ইসলামকে অফিস ও প্রকাশনা বিভাগের সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট ‘শুরা খাস’ গঠন হয়।

অন্যান্য সদস্যরা হলেন, হাফেজ শহীদুল ইসলাম, মাওলানা ওয়ালীউল্লাহ, ক্বারী হুসাইন আহমাদ, মাওলানা রেজাউল করীম, মাওলানা মুহাম্মাদ আলী, মাওলানা মাজহারুল ইসলাম, আবুল কালাম আযাদ, মাওলানা আনোয়ার মাহমুদ ও কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

উল্লেখ্য, খেলাফত যুব মজলিসের কার্যক্রম ‘শুরা আম’ এবং ’শুরা খাস’ কমিটির মাধ্যমে পরিচালিত হয়।

নক্বীব ও সংগঠকদের ভোটে ১ জন সভাপতি ও দুইজন সভাপতি পরিষদ সদস্য নির্বাচিত হন। সভাপতি পরিষদের প্রস্তাবনায় ‘শুরা আম’ এর অনুমোদনে ‘শুরা খাস’ নির্বাচিত হয়।

Logo-orginal