, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin admin

যতটা সম্ভব ছায়ায় থাকুন” দুবাইতে তীব্র গরমের সতর্কতা

প্রকাশ: ২০১৯-০৭-০৪ ১২:২৭:৩৯ || আপডেট: ২০১৯-০৭-০৪ ১২:২৭:৩৯

Spread the love

দুবাইঃ নিরাপদ গ্রীষ্ম”প্রচারণা শুরু করেছে আরবে প্রসিদ্ধ দেশ আরব আমিরাত।

যতটা সম্ভব ছায়ায় থাকুন” বাহিরের কাজ থেকে বিরত থাকুন” বেশী বিশুদ্ধ পানি করুন” ইত্যাদি উপদেশ দিয়ে প্রচারণা চালাচ্ছে দেশটির পুলিশ ও বিভিন্ন সেবা সংস্থা।

জুলাই মাসের ১ম সপ্তাহে গরমের তীব্রতা বাড়তে শুরু করে দুবাই ও আবু দাবিতে।

মঙ্গলবার (২ জুলাই) আমিরাত স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস রিলিজে জানিয়েছে তীব্র গরমে হীট স্ট্রোক, বমি, মাথা ব্যাথা, বুকে ব্যাথা ইত্যাদি উপস্বর্গ দেখা দিতে পারে, এমন অবস্থায় দ্রুত নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

গরমের তাপমাত্রা ৫০ ডিগ্রী উঠার পর আবুধাবি পুলিশ গ্রীষ্মকালীন সতর্ক করে সকলকে যতটা সম্ভব ছায়ায় থাকার পরামর্শ দিয়েছে।

অন্যদিকে আবুধাবি পুলিশের সেন্ট্রাল অপারেশন্স সেক্টরে জরুরি অবস্থা ও জন নিরাপত্তা অধিদফতরের অধিবাসীরা গ্রীষ্মকালীন তাপের কারণে সবধরনের সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্মরণ করিয়ে দেয়।

Logo-orginal