, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

রাঙ্গামাটিতে রাঙ্গুনিয়া স্টুডেন্ট’স ফোরামের বৃক্ষরোপন কর্মসূচী

প্রকাশ: ২০১৯-০৭-২৭ ১৮:২১:৪০ || আপডেট: ২০১৯-০৭-২৭ ১৮:২১:৪০

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়া স্টুডেন্ট’স ফোরাম কর্তৃক আয়োজিত রাঙ্গামাটি সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচী-২০১৯ শনিবার(২৭জুলাই) সকাল ১১ ঘটিকার সময় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপন কর্মসূচীর ভিত্তি প্রস্তর করেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মঈন উদ্দীন। এসময় প্রায় পাঁচ শতাধিক চারা গাছ রোপন করা হয়।

বৃক্ষরোপন কর্মসুচী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত আলোচনা সভার উদ্ভোধন করেন রাঙ্গামাটি সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা আবদুল মান্নান রানা।

রাঙ্গুনীয়া স্টোডেন্ট’স ফোরামের সভাপতি আবু তৈয়ব সাগরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মঈন উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি রাঙ্গুনিয়া স্টুডেন্ট’স ফোরামের বৃক্ষরোপন কর্মসূচীকে সাদুবাদ জানিয়ে বলেন, রাঙ্গামাটি সরকারি কলেজ শিক্ষার আঙ্গিনা। এই ধরণের বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন,মাদকমুক্ত থাকার পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধি পায়। রাঙ্গুনিয়া স্টুডেন্ট’স ফোরামের সেক্রেটারী তারেক আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া,রাঙ্গুনিয়া সমিতি রাঙ্গামাটি সমবায় লি. এর সেক্রেটারী মোহাম্মদ জহির উদ্দিন তালুকদার, প্রতিষ্ঠাতা সদস্য জিয়া উদ্দীন মাহমুদ চৌধুরী, সি এইচ টি ভয়েজ কম এর সম্পাদক কামাল উদ্দীন, মোহাম্মদ ইমরান চৌধুরী সত্ত্বাধিকারী ইমরান হার্ডওয়্যার, পাঠশালা লাইব্রেরীর সত্ত্বাধিকারী মোহাম্মদ আনোয়ার হোসাইন সহ প্রমূখ। আলোচনা শেষে রাঙ্গুনীয়া স্টুডেন্ট’স ফোরামের নেতৃবৃন্দরা কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ শতাধিক চারা গাছ রোপন করে।

Logo-orginal