, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

Avatar Maftun

রাঙ্গুনিয়ায় জনগণের ধাওয়া খেয়ে পালাল সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী,মদ জব্দ

প্রকাশ: ২০১৯-০৭-১০ ২২:০০:৫৮ || আপডেট: ২০১৯-০৭-১০ ২২:০০:৫৮

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

রাঙ্গুনিয়ায় জনগণের ধাওয়া খেয়ে মদ রেখে পালিয়েছে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী দল। মঙ্গলবার (৯ জুন) রাতে ১২টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ১৫ লিটার চোলাই মদ জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনসাধারণ। এই বিষয়ে থানায় স্থানীয় ৪ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বেতাগী ইউপি চেয়ারম্যান নূর কুতুবুল আলম জানান, বোয়ালখালী উপজেলা থেকে কর্ণফুলী নদী দিয়ে রাঙ্গুনিয়ার বেতাগীতে নিয়মিত মাদকদ্রব্য এনে বিক্রি করছে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী দল। মঙ্গলবার রাতেও বোয়ালখালীর জৈষ্ট্যপুরা ঘাট থেকে একইভাবে নৌকাযোগে কর্ণফুলী নদী দিয়ে বস্তাবন্দী চোলাই মদ আনা হয় বেতাগী ইউনিয়নের বড়ুয়াপাড়া ঘাটে। নৌকা থেকে সেগুলো গ্রহণ করেন স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী বড়ুয়া পাড়ার এলাকার বুলু বড়ুয়া (৪০), সকল বড়ুয়া (৩২), সাজু বড়ুয়া (৪৮) এবং চৈত্য বড়ুয়ার (৫৮)। খবর পেয়ে ওই এলাকার জনসাধারণ যাবার পর তারা চোলাই মদগুলো রেখে পালিয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মো. মুছাকে জানালে তিনি স্থানীয় চেয়ারম্যান সহ ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত চোলাই মদগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মদগুলো জব্দ করে নিয়ে যায়।’

এই বিষয়ে রাঙ্গুনিয়া থানার এসআই মো. শরীফ বলেন, ‘এলাকাবাসীর হাতে উদ্ধারকৃত ১৫ লিটার চোলাই মদ জব্দ করেছি। এই ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। মাদক ব্যবসায়ীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

Logo-orginal